৫ নং বাশাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মন্ডলেসন বাজারে মন্ডলেসন বাজার সাংস্কৃতিক সংগঠনটি গড়ে উঠেছে।যারা দীর্ঘদিন ধরে খুব নিষ্ঠার সাথে করে আসছে।বিভিন্ন সাংক্সৃতিক কাজের মাধ্যমে তারা খুব সুনামের সাথে কাজ করে যাছ্ছে।এ ছাড়াও বিভিন্ন ধরনের স্মৃতি সংগ,যুব সংগ নানান ধরনের সংগঠন গড়ে উঠেছে যারা বিভিন্ন দরনের বিশেষ দিবসে নানা ধরনের কর্মসূচী যেমন রচনা প্রতিযোগীতা ,চিত্রাংকন ,ম্যাগাজিন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।