৫ নং বাশাটি ইউনিয়ন পরিষদে বিভিন্ন দাপ্তরিক আবেদন করা হয়।যেমন,পল্লী বিদ্যুৎ,সমাজ সেবা,বিভিন্ন স্কুল কলেজ এর ভর্তি অনলািইনের মাধ্যমে করা হয়।এছাড়াও বিভিন্ন সরকারী ,এবসরকারী চাকুরীর আবেদন ,জমি খারিজের আবেদন,পর্চার জন্য আবেদন ,মোবাইল ব্যাংকিং সহ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে করা হয়।